সিলেটে এক কমলা বিক্রি হলো দুই লাখ টাকায়
বিষয়টি শুনে অনেকে আশ্চর্য হলেও সিলেটের গোলাপগঞ্জে একটি কমলা বিক্রি হয়েছে দুই লাখ টাকায়। গতকাল শনিবার রাতে গোলাপগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলে নিলাম ডাকে একটি কমলা দুই লাখ টাকায় বিক্রি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গোলাপগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওয়াজ মাহফিলে অতিথি ছিলেন ভারতের আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানী (রহ.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আছজাদ আল মাদানীকে (রহ.) খাওয়ার জন্য একটি কমলা দান করেন। এ সময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। ৫ হাজার টাকায় শুরু হওয়া কমলার নিলাম ডাক চলে প্রায় ২৫ মিনিট। অবশেষে দুই লাখ টাকা দামে বিক্রি হয় কমলাটি।
ওয়াজ মাহফিলে কমলাটি দুই লাখ টাকায় কিনে নেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জামিয়াতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজ ইয়ামিন। এ টাকা মাদ্রাসার উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা স্থানীয় বাসিন্দা নাদিম মাহমুদ প্রথম আলোকে বলেন, মাহফিলে প্রথমে পাঁচ হাজার টাকা দিয়ে একটি কমলার নিলাম ডাক শুরু হয়। ক্রমে সেটি বাড়তে থাকে। একপর্যায়ে এক লাখ টাকা ছাড়িয়ে যায়। এরপর ভাবা হচ্ছিল, সেটি আর তেমন বাড়ানো হবে না। পরে দুই লাখ টাকা পর্যন্ত ওঠে একটি কমলার দাম। গোলাপগঞ্জেরই এক বাসিন্দা যুক্তরাষ্ট্রপ্রবাসী নগদে টাকায় কমলাটি কিনে নিয়েছেন।