‘যুবদলের কেন্দ্রীয় নেতাকে বসতে দেওয়ায়’ দোকানে তালা ঝুলিয়ে দিল আওয়ামী লীগ

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ডে একটি দোকানে শনিবার সকালে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে
ছবি: প্রথম আলো

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ডে একটি দোকানে (কাঁচামালের আড়ত) তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর কবিরাজসহ দলটির স্থানীয় নেতা–কর্মীদের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. কামরুজ্জামান দুলাল ওই দোকানে বসে চা পান করায় আজ শনিবার সকালে তালা ঝোলানো হয়েছে বলে অভিযোগ করেছেন দোকানমালিক মো. জাকির হোসেন।

অভিযোগের বিষয়ে মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর কবিরাজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জাকির হোসেন দোকানে অবৈধ মালামাল রাখেন এবং লোকজন জড়ো করে সমাজবিরোধী কাজ করেন। এ জন্য তাঁর দোকান বন্ধ করা হয়েছে। তবে আমি একা নই, আরও নেতারা মিলেই দোকানটি বন্ধ করেছি।’ এসব অভিযোগ প্রশাসনকে জানিয়েছেন কি না, জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে কল কেটে দেন।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, থানায় কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মাহিলাড়া বাজার ব্যবসায়ী ও স্থানীয় লোকজন জানিয়েছেন, যুবদলের সহসভাপতি মো. কামরুজ্জামান দুলাল গতকাল বরিশালে দলের একটি প্রস্তুতি সভায় যোগ দেন। সভা শেষ করে ঢাকায় যাওয়ার পথে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় মাহিলাড়া বাসস্ট্যান্ডে পৌঁছান। এ সময় তাঁর নিকটাত্মীয় মাহিলাড়া বাজারের ব্যবসায়ী মো. জাকির হোসেনের কাঁচামালের আড়তে বসেন এবং চা পান করে আবার ঢাকার পথে রওনা দেন।

ব্যবসায়ী মো. জাকির হোসেন অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ‘আমার নিকটাত্মীয় কামরুজ্জামান দুলাল বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে আমার আড়তে বসেছিলেন। হাতে সময় না থাকায় তিনি আমার আড়তে বসে পরিবারের খোঁজখবর নিয়ে চা পান করে চলে যান। এরপর আজ (শনিবার) সকালে গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর কবিরাজ ও সহসভাপতি মো. জালাল সরদারের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের সাত–আটজন নেতা–কর্মী আমার দোকানে আসেন। এ সময় কেন যুবদল নেতাকে বসতে দিয়েছি, তা জানতে চেয়ে তাঁরা আমাকে গালাগাল করেন। একপর্যায়ে আলমগীর কবিরাজ দোকান থেকে আমার কর্মচারীদের বের করে দিয়ে শাটারে তালা ঝুলিয়ে দেন। আমার কাঁচামালের আড়তে আম, লিচুসহ বিভিন্ন ফল রয়েছে। তালা দেওয়ায় এসব ফল পচে যাবে। আমি আওয়ামী লীগ নেতা আলমগীরের কাছে অনেক অনুরোধ করার পরও তাঁরা দোকানের চাবি দেননি।’

যুবদলের সহসভাপতি মো. কামরুজ্জামান দুলাল প্রথম আলোকে বলেন, ‘মাহিলাড়া আমার বাড়ি। ওখানে আমি বড় হয়েছি। তাই বরিশাল থেকে ঢাকা আসার পথে আমার আত্মীয়র দোকানে বসে চা পান করেছি। এ জন্য তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।’