পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগে মিলল ‘১০ কোটি টাকার’ মাদক
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকা থেকে ২ কেজি ১১৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১টি কিরিচ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার রাত ১০টার দিকে বিজিবির ধাওয়া খেয়ে এসব মাদক ও ধারালো অস্ত্রটি ফেলে পাচারকারীরা পালিয়ে যান বলে দাবি করেছেন বিজিবির কর্মকর্তারা। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথের বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।
বিজিবির কর্মকর্তারা জানান, গোপন সূত্রে বিজিবির কাছে খবর ছিল, মিয়ানমার থেকে সাবরাং সীমান্ত ফাঁড়ির আনুমানিক ৮০০ গজ দক্ষিণ–পশ্চিমের হারিয়াখালী দিয়ে একটি মাদক চালান আসছে। খবর পেয়ে বিজিবির টহল দল কয়েকটি উপদলে ভাগ হয়ে এলাকাটিতে অবস্থান নেয়। কিছুক্ষণ পর তিনজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে আসতে দেখে বিজিবির টহলদল তাঁদের থামার নির্দেশ দেয়। এ সময় ওই তিন ব্যক্তি পার্শ্ববর্তী গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যান। পালানোর সময় একজনের হাতে থাকা একটি ব্যাগ নিচে পড়ে যায়। পরে বিজিবি তল্লাশি চালিয়ে ওই ব্যাগের ভেতর থেকে ক্রিস্টাল মেথ ও কিরিচ উদ্ধার করে।
টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, উদ্ধার করা ক্রিস্টাল মেথ ও কিরিচ বর্তমানে ব্যাটালিয়ন সদরে বিজিবির হেফাজতে রয়েছে। চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম চলছে।