চট্টগ্রামে পোশাক বিক্রয়কেন্দ্রের গুদামে আগুন

চট্টগ্রামের আমতল এলাকায় একটি পোশাক বিক্রয়কেন্দ্রের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আজ রাত ৯টার দিকেছবি- প্রথম আলো

চট্টগ্রাম নগরের আমতল এলাকায় একটি ভবনে থাকা গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

ফায়ার সার্ভিস জানায়, রাত সোয়া আটটার দিকে নগরের আমতল মোড়ে এম এইচ চৌধুরী প্লাজা ভবনের পাঁচতলায় থাকা গুদামে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ওই ভবনে বাকি চারতলায় একটি পোশাক বিক্রয়কেন্দ্র রয়েছে। পাঁচতলায় তাদের গুদাম।

রাত নয়টার দিকে সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন পাশের দুটি ভবন থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। পরে ফায়ার সার্ভিসের বিশেষায়িত গাড়ি এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। রাত সাড়ে নয়টার দিকে নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার স্টেশনের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গুদামে কাপড় ও প্লাস্টিক থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।