এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: এবার বাসমালিককে মাদারীপুর থেকে গ্রেপ্তার

ডাবলু ব্যাপারীছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় তিনটি গাড়ির ছয়জন নিহত হওয়ার ঘটনায় বাসের মালিক ডাবলু ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ডাবলু ব্যাপারী কাঁঠালবাড়ি এলাকার সিদ্দিক ব্যাপারীর ছেলে। এর আগে এ ঘটনায় গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসটির চালক মোহাম্মদ  নূরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানাতে আজ রোববার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া হাইওয়ে থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (গাজীপুর অঞ্চল) আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া বলেন, দুর্ঘটনা ঘটার আগের দিন গাড়িটি ঠিকঠাক করে রাস্তায় নামানো হয়েছিল। বাসটির ফিটনেস ছিল না। এক বছর আগেই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তারা (ব্যাপারী পরিবহন) তা নবায়ন করেনি। বাসের চালককে শনিবার গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁর ডোপটেস্ট করা হয়েছে। তিনি মাদক সেবন করতেন, তাঁর ড্রাইভিং লাইসেন্স ছিল না।

আকতারুজ্জামান বসুনিয়া বলেন, ওই দুর্ঘটনার দায় চালক–মালিক কেউ এড়াতে পারেন না। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত আরও অনেক আসামি রয়েছেন। তাঁদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

সংবাদ সম্মেলন শেষে দুপুর আড়াইটার দিকে গ্রেপ্তার হওয়া বাসের মালিক ও চালককে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানান হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী। তিনি বলেন, ‘আসামিদের আপাতত আদালতে সোপর্দ করছি। রিমান্ড চাওয়া হবে না।’

ওসি আবদুল কাদের জিলানি বলেন, এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় হতাহতের ঘটনায় বাসের মালিক, চালক ও তাঁর সহকারীকে আসামি করে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলাটির বাদী ওই দুর্ঘটনায় নিহত আমেনা আক্তারের বড় ভাই মো. নুরুল আমিন।

আরও পড়ুন

শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে ধাক্কা দেয় ব্যাপারী পরিবহনের যাত্রীবাহী একটি বাস। এতে একই পরিবারের চারজনসহ দুটি গাড়ির ছয় আরোহী নিহত ও চারজন আহত হন।

নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের মালিক নুর আলমের স্ত্রী আমেনা আক্তার (৪০), তাঁর বড় মেয়ে ইসরাত জাহান (২৪), ছোট মেয়ে রিহা মনি (১১), ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন (২), মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার (২৬) ও তাঁর ছেলে মো. আবদুল্লাহ (৭)।