শেরপুরে হত্যা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
শেরপুরে স্থানীয় লোকজনের বাধায় প্রথমে রক্ষা পেলেও অবশেষে গ্রেপ্তার হলেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মাহবুব আলম হত্যা মামলার আসামি মো. আওলাদুল ইসলাম। আজ বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সমিতি এলাকা থেকে সদর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীরখামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম বুধবার সন্ধ্যায় আওলাদুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেরপুরে তিন কলেজশিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সদর থানায় তিনটি পৃথক হত্যা মামলা হয়েছে। এসব মামলার এজাহার পরীক্ষা-নিরীক্ষা করে আওলাদুল ইসলামের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে র্যাব-১৪–এর জামালপুরের কোম্পানি কমান্ডার আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, বুধবার বেলা তিনটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা আওলাদুল ইসলামকে গ্রেপ্তার করতে র্যাব সদস্যরা গাজীরখামার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অভিযান চালান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওলাদুলকে ধরতে গেলে তাঁর চিৎকারে এলাকার সহস্রাধিক মানুষ তাঁদের বাধা দেন। এ সময় র্যাব ও জনতার মধ্যে সংঘর্ষ হওয়ার আশঙ্কা থাকায় জননিরাপত্তার কথা বিবেচনা করে র্যাব সদস্যরা আওলাদুলকে গ্রেপ্তার না করে ঘটনাস্থল থেকে চলে আসেন। পরে সন্ধ্যায় সদর থানার পুলিশ ভাতশালা পল্লী বিদ্যুৎ সমিতি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।