হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, থানায় মামলা

কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

বরিশালের হিজলা উপজেলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে বাড়ি যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে আনার পথে রাত একটার দিকে তিনি মারা যান।

নিহত সুফিয়ান সরদার (৩২) উপজেলার মেমানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। তিনি ওই ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

থানা-পুলিশ জানায়, এ ঘটনায় নিহত সুফিয়ানের বাবা মো. জামাল সরদার বাদী হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ৩৪ জনকে আসামি করে হিজলা থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় মো. রিফাত নামের এক আসামিকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

সুফিয়ানের মামা ও মেমানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নোমান সরদার জানান, মেঘনা নদীর তীরবর্তী এলাকায় মাছঘাটসহ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সুফিয়ান ও তাঁর বাবা জামাল সরদারের সঙ্গে একই এলাকার সাবেক ইউপি সদস্য মাইনুল মাতুব্বার, ওহাব আলী গোলদারের সঙ্গে বিরোধ ছিল। এই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

নোমান বলেন, বুধবার রাত ১০টার দিকে সুফিয়ান তাঁর দুই বন্ধুকে নিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে মেমানিয়া বাজার থেকে চর দুর্গাপুর গ্রামে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ওয়ার্ডের সাবেক মেম্বার মাইনুলের বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করে। দুই বন্ধু পালিয়ে গেলেও সুফিয়ান পালাতে পারেননি। তাঁকে একা পেয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। খবর পেয়ে তাঁরা গিয়ে সুফিয়ানকে উদ্ধার করে প্রথমে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দিলে পথিমধ্যে মারা যায় সুফিয়ান।

অভিযোগের বিষয়ে জানার জন্য ওহাব আলী গোলদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। মাইনুল মাতুব্বর ঘটনার পর এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, সুফিয়ান সরদারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির বাবা এ ঘটনায় বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।