মানিকগঞ্জে শ্রমিকবাহী বাসে ট্রাকের ধাক্কায় তিন নারী নিহত

মানিকগঞ্জের শিবালয়ে দুর্ঘটনার পর বাসটির ডান পাশের বেশির ভাগ অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী এলাকায়ছবি: প্রথম আলো

মানিকগঞ্জের শিবালয়ে পোশাকশ্রমিকবাহী একটি বাসের সঙ্গে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন শ্রমিক। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পোশাকশ্রমিকেরা হলেন শিবালয় উপজেলার নারায়ণ তেওতা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথি আক্তার (২৮), সমেজঘর তেওতা গ্রামের আবদুল বাতেনের স্ত্রী ফুলি আক্তার (৩২) এবং একই গ্রামের আইয়ুব আলীর মেয়ে সাবিনা আক্তার (২০)। তাঁদের মরদেহ উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে সাতটার দিকে শিবালয়ের আরিচা ঘাট এলাকা থেকে কারখানার উদ্দেশে ছেড়ে আসে পোশাকশ্রমিকবাহী বাসটি। তাঁরা সবাই মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় তারাসিমা অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিক। কাজে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন তাঁরা। পরে আজ সকাল সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী এলাকায় বাসটির সঙ্গে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটির ডান পাশের অধিকাংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি পাশের খাদে পানিতে পড়ে উল্টে যায়।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস, বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির পুলিশ, শিবালয় থানার পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে অংশ নেন। এ ঘটনায় বাসে থাকা দুই নারী শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেক নারী শ্রমিকের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ শ্রমিক। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির পুলিশ।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার বলেন, আহত রোগীর প্রকৃত সংখ্যা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এ পর্যন্ত ২০ জনের বেশি রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।