চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীসহ ১১২ জনের নামে মামলা
চট্টগ্রামের আনোয়ারায় চার বছর আগে বিএনপির মিছিলে হামলার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ১০০-১৫০ জনকে। গতকাল সোমবার রাতে তৌহিদ মিয়া (৩৪) নামের এক ব্যক্তি আনোয়ারা থানায় মামলাটি করেন।
মামলার বাদী তৌহিদ মিয়া মিয়া উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন ৯ নম্বর ওয়ার্ডের জাফর আহমদের ছেলে। মামলার আসামিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। আসামিদের বিরুদ্ধে ২০২০ সালের ২০ অক্টোবর বিকেলে উপজেলার কালাবিবি দিঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার অভিযোগ আনা হয়।
মামলার আসামিদের মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ছোট ভাই আনিসুজ্জামান চৌধুরী, একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী; আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী; উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান এম এ মান্নানের নাম রয়েছে।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।