সিন্ডিকেট ভাঙতে না পারলে বাণিজ্যমন্ত্রী দায়িত্বে আছেন কেন, প্রশ্ন জাপার সংসদ সদস্যের
বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে না পারলে বাণিজ্যমন্ত্রী দায়িত্বে আছেন কেন, প্রশ্ন রেখে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে না পারলে তাঁকে (বাণিজ্যমন্ত্রী) পদত্যাগ করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।
আজ শনিবার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ মিলনায়তনে বাংলাদেশ যুব ছায়া সংসদের রাজশাহী বিভাগীয় অধিবেশনে অতিথির বক্তব্যে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত এই সংসদ সদস্য এসব কথা বলেন।
সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার আরও বলেন, নিম্ন আয়ের মানুষ ঠিকমতো খেতে পারছেন না। অনেকেই মাংস, ইলিশ চোখেই দেখছেন না, মাছ কিনতে পারছেন না। এক কেজি খাসির মাংস কিনতে এখন কৃষককে এক মণ ধান বিক্রি করতে হয়। সরকার চাইলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব। তিনি দেশের উন্নয়নে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান।
বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের যুব প্ল্যাটফর্ম বাংলাদেশ যুব ছায়া সংসদ ও পুণ্ড্র ডিবেটিং ক্লাব এ অধিবেশনের আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান এবং বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
সংসদ সদস্য রাগেবুল আহসান বলেন, খাদ্যনিরাপত্তায় বাংলাদেশ নিজেদের সক্ষমতা অর্জনে অনেকটা এগিয়েছে। এতে অনেকেই ঈর্ষান্বিত হচ্ছেন। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে অবশ্যই ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে। ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া সরকারের একক উদ্যোগ বাজার নিয়ন্ত্রণে কাজে আসবে না। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে যুবকেরা অবদান রাখবেন বলে তিনি বিশ্বাস করেন।
সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেন, তরুণ-যুবকদের ক্ষমতায়নে অগ্রাধিকার ছাড়া খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। প্রধানমন্ত্রীর নির্দেশ—এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। দেশে শিক্ষিত মানুষের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বিভিন্ন কর্মক্ষেত্রে বিশেষ করে কৃষিতে শ্রমিকসংকটও দেখা দিয়েছে। শিক্ষার হার বৃদ্ধির সঙ্গে কৃষিতে যাতে কোনো প্রভাব না পড়ে, সে জন্য কৃষি যন্ত্রপাতি আমদানিতে প্রণোদনা বেড়েছে। এতে কৃষক খুব সহজে প্রাকৃতিক দুর্যোগ আসার আগেই ফসল ঘরে তুলতে পারেন।
যুবকদের নেতৃত্বের বিকাশ, গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি, তারুণ্যের অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশ্যে জাতীয় সংসদের আদলে ২০১৪ সাল থেকে যুব ছায়া সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অধিবেশনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ৩৯টি সংসদীয় আসন ও ৯টি সংরক্ষিত মহিলা আসনে যুব ছায়া সংসদের সদস্যরা ‘বরেন্দ্র অঞ্চলে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় যুব অংশগ্রহণ’ শীর্ষক বিষয়ে প্রতিনিধিত্ব করেন।
পুণ্ড্র ডিবেটিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ সবুর উদ্দিন, কলেজের শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক গাজী তৌহিদুল আলম চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আতিকুল আলম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল সরকার প্রমুখ বক্তব্য দেন।
অধিবেশনে যুব ছায়া সংসদের সদস্যরা বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে চরাঞ্চলের কৃষকের কল্যাণে কৃষি ব্যাংকের শাখা স্থাপন, দুর্যোগকালে পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের মজুত নিশ্চিত করা, অপরিকল্পিত ও অনুমোদনহীন ইটভাটা বন্ধ করা, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে দ্রব্যমূল্য বিক্রয় রোধে সচেতনতা তৈরিতে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো, ক্ষতিকর কীটনাশক প্রয়োগ বন্ধে কৃষকদের সচেতন করা, শিল্পকারখানা থেকে নির্গত ধোঁয়া পরিশোধনে বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহণ করা অন্যতম।