ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রতিপক্ষের উদ্দেশে শিল্পমন্ত্রী যা বললেন

নরসিংদীর বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় প্রাঙ্গণে গতকাল শনিবার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনছবি: সংগৃহীত

অনুষ্ঠানটি ছিল ঈদ উপহার বিতরণ করার। তবে সেই অনুষ্ঠানেই প্রতিপক্ষের ওপর ক্ষোভ ঝাড়লেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। একপর্যায়ে তিনি গালিগালাজও করেন।

নরসিংদীর বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় প্রাঙ্গণে গতকাল শনিবার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শিল্পমন্ত্রী।

ওই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ৫৫ সেকেন্ডের ওই ভিডিওতে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘আমি আপনাদের গার্জিয়ান। গত পাঁচ বছর দেখছি, আগামী পাঁচ বছরও আমাকে দেখার জন্য আপনারা দায়িত্ব দিছেন। কাজেই, আপনারা ভোট দিছেন, আমি আবারও মন্ত্রী হইছি। যখন যেইটা লাগবে, সেইটাই তখন দেব আপনাদের। এত নেতা-ফেতার দরকার নাই। নেতা যত কম হইব, তত ভালো থাকবেন আপনারা। ঠিক আছে? সব ইয়ে করা আছে।’

বক্তব্যের এক পর্যায়ে শিল্পমন্ত্রী গত সংসদ নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উদ্দেশে বলেন, ‘সামনে উপজেলা নির্বাচন আসছে। আপনারা পছন্দমতো যারে পাইবেন, তারে ভোট দিবেন। সবাই আমার, সবাই আওয়ামী লীগের। আর যেগুলা ঈগল-মিগল পাখি, এতা লাত্থিডা ফালায়া দেন। ইতারে জাগা দিয়েন না...ওরা যেন না আসে, কথা পরিষ্কার। ইতানরে দেখতাম চাই না রাস্তাঘাটে।’

গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে নৌকা প্রতীকের প্রার্থী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ৮ হাজার ৬৮২ ভোটের ব্যবধানে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঈগল প্রতীকের সাইফুল ইসলাম খান (বীরু)। সাইফুল ইসলাম খান মনোহরদী উপজেলা পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান এবং সাবেক সেনাপ্রধান ও সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল (অব.) নূরউদ্দিন খানের ভাতিজা। সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

এ বিষয়ে জানতে আজ রোববার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও তাঁর সাড়া পাওয়া যায়নি।

গতকালের অনুষ্ঠানে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের পক্ষ থেকে বেলাব উপজেলার স্বল্প আয়ের ৫০০ পরিবারকে ঈদসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সমশের জামান ভূঁইয়া, ইউএনও আবদুল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান খান প্রমুখ।