মুন্সিগঞ্জে সাবেক সংসদ সদস্য ফয়সালসহ ৩০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

মামলাপ্রতীকী ছবি

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মো. সজল মোল্লা (৩০) নামের এক দিনমজুর গুলিতে নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল ও তাঁর বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩০১ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ১০০-১৫০ জনকে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে নিহত সজল মোল্লার ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলাটি করেন। মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৩০ আগস্ট ৬১৪ জন এবং ২০ আগস্ট ৫০৮ জনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় আরও দুটি হত্যা মামলা করা হয়।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪ আগস্ট সকালে মুন্সিগঞ্জ শহরে সুপার মার্কেট এলাকার কৃষি ব্যাংক–সংলগ্ন এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন চলছিল। সাবেক সংসদ সদস্য ফয়সাল ও জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের নির্দেশে অস্ত্র, ককটেল, ছুরি, রামদা নিয়ে আসামিরা ছাত্র-জনতার ওপর হামলা চালান। ওই সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মৃধা, শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন গুলি চালান। এতে সজল পেটে গুলিবিদ্ধ হয়। পরে অন্য আসামিরা তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন।

ঘটনার পর সজলকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সিরাজদিখান উপজেলায় মারা যান। ওই দিন সংঘর্ষে রিয়াজুল ফরাজী ও নুর মোহাম্মদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন দেড় শতাধিক লোকজন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান বলেন, বাদীর দেওয়া এজাহারের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। এ মামলার অধিকাংশ আসামি পলাতক। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।