ট্রেনে উঠতে গিয়ে এক যাত্রীর কাটা পড়ল দুই পা

ট্রেন
প্রতীকী ছবি

বগুড়ায় ট্রেন ছেড়ে দেওয়ার পর তড়িঘড়ি করে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা কাটা পড়েছে এক যাত্রীর। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া রেলস্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

দুই পা কাটা পড়া ওই যাত্রীর নাম মিলন (৪৫)। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুলতাইড় গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর গুরুতর আহত মিলনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়া রেলস্টেশনের মাস্টার সাজেদুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস নামের ট্রেনটি সন্ধ্যায় বগুড়া স্টেশনে থামে। ট্রেনটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে রংপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় মিলন নামের ওই যাত্রী দৌড়ে এসে ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে তাঁর দুই পা কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।