আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সাময়িক বরখাস্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহযোগী অধ্যাপক শরিফুল ইসলামছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আবু সাঈদকে হত্যার ঘটনায় কারাগারে থাকা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হারুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

হারুন-অর-রশিদ প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার সরকারি চাকরি বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বরখাস্তকালীন বিধি অনুযায়ী শরিফুল ইসলাম তাঁর প্রাপ্য ভাতা পাবেন। এই আদেশ গত ১৯ নভেম্বর থেকে কার্যকর হবে।

১৮ নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় মামলায় তৎকালীন প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলামকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ১৯ নভেম্বর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। ২১ নভেম্বর তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে রংপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৩ কারাগারে পাঠান।

আরও পড়ুন

গত ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। ১৮ আগস্ট আবু সাঈদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী।

আরও পড়ুন