নোয়াখালীতে পদযাত্রায় পুলিশের বাধার অভিযোগ বিএনপির

নোয়াখালীতে বিএনপির পদযাত্রা আটকে দেখ পুলিশ। শহরের বিশ্বনাথ এলাকায় মাইজদী- সোনাপুর সড়কে মঙ্গলবার সকাল সোয়া ১০টায়ছবি: প্রথম আলো

নোয়াখালীতে কেন্দ্রঘোষিত বিএনপির জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ করেছে দলটি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের বিশ্বনাথ এলাকায় ওই বাধা দেওয়ার ঘটনা ঘটে বলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান দাবি করেছেন।
পরে বিএনপি স্থানীয় মাইজদী গার্লস একাডেমি–সংলগ্ন মাইজদী-সোনাপুর সড়কের ওপর সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে।

শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ১০টার দিকে শহরের রশিদ কলোনি এলাকা থেকে জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক আবদুর রহমানের নেতৃত্বে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি সেখান থেকে কয়েক শ গজ উত্তর দিকে এগোনোর পর বিশ্বনাথ এলাকায় এলে পুলিশি বাধার সম্মুখীন হয়। তখন বিএনপির নেতা-কর্মীরা পুনরায় পেছনের দিকে সরে গিয়ে মাইজদী গার্লস একাডেমির সামনের সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার, সাধারণ সম্পাদক আবদুর রহমান, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাশ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

নোয়াখালীতে বিএনপির পদযাত্রা। মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের রশিদ কলোনী এলাকায় মাইজদী-সোনাপুর সড়কে
ছবি: প্রথম আলো

বক্তারা বলেন, বর্তমান সরকারের সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের কারণে তাদের পায়ের তলার মাটি সরে গেছে। তারা এখন হামলা-মিথ্যা মামলা ও জেল-জুলুমের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার পথ বেছে নিয়েছে। আজ দ্রব্যমূল্যসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তাই সারা দেশের খেটে খাওয়া মানুষ আজ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। আর এ কারণে বিএনপিসহ সমমনা ৩৭টি দল এক দফার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।

বক্তারা শেখ হাসিনার সরকারকে পদত্যাগে বাধ্য করার পাশাপাশি এই দেশে নির্দলীয় সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

বিএনপির পদযাত্রায় বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বিএনপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তারা যেখান পর্যন্ত কর্মসূচি পালন করতে চেয়েছে, সেখানে কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হয়েছে। বাধা দেওয়ার যে অভিযোগ করছে, তা রাজনৈতিক কারণে করছে।