কালিয়াকৈরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচলা এলাকায় পূর্বানী কারখানার শ্রমিকদের বিক্ষোভ। আজ মঙ্গলবার সকাল ১০টায়ছবি: প্রথম আলো

হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন ভাতা বৃদ্ধি ও বিনা নোটিশে চাকরিচ্যুত না করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার সকালে কারখানার ফটকের সামনে গিয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

পরে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারী ব্যক্তিরা। শিল্প পুলিশের মধ্যস্থতায় দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান এবং কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন ধরে তেলিরচালা এলাকার পূর্বানী গ্রুপের কয়েকটি কারখানার শ্রমিকেরা হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। এ ছাড়া তাঁরা বিনা নোটিশে কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করার দাবি জানিয়েছেন। তবে কারখানা কর্তৃপক্ষ এসব দাবি বাস্তবায়ন করেনি।

এ পরিপ্রেক্ষিতে আজ সকাল ৯টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। সকাল ৯টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে কারখানার ফটকের সামনে অবস্থান নেন।

সোলাইমন হোসেন নামের এক শ্রমিক বলেন, ‘আশপাশের কারখানায় হাজিরা বোনাস বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের কারখানায় তা বাস্তবায়ন হয়নি। নানাভাবে আমাদের ঠকানো হচ্ছে। কথায় কথায় এখানে শ্রমিকদের চাকুরিচ্যুত করা হয়।’

গাজীপুর শিল্পাঞ্চলের পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, কারখানার শ্রমিকেরা সকাল ৯টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তবে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছে।