লক্ষ্মীপুরে সাবরেজিস্ট্রারকে এলাকাছাড়া করার হুমকি, যুবলীগ নেতার বিরুদ্ধে জিডি

রামগতি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ মো. রাকিব

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ মো. রাকিবের বিরুদ্ধে উপজেলা সাবরেজিস্ট্রারকে ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবরেজিস্ট্রার আবদুর রহমান মুহাম্মদ তামীম।

এর আগে একটি জমির দলিল করে নেওয়াকে কেন্দ্র করে গতকাল বেলা ১টা ৪ মিনিটে হোয়াটসঅ্যাপে কল দিয়ে যুবলীগ নেতা রাকিব সাবরেজিস্ট্রার আবদুর রহমান মুহাম্মদ তামীমকে ২৪ ঘণ্টার মধ্যে এলাকাছাড়া করার হুমকি দেন।

জিডি সূত্রে জানা গেছে, তিন মাস আগে যুবলীগ নেতা রাকিব ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন একটি জমির দলিল করে নিতে সাবরেজিস্ট্রারের কাছে আসেন। কিন্তু জমির মালিক দাবিদার প্রবাল দাসের ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্র না থাকায় তিনি দলিল করতে অস্বীকৃতি জানান। প্রবাল দাস ভারতীয় নাগরিক এবং তাঁর ভারতীয় পরিচয়পত্র আছে। এসব কারণে প্রবাল দাসের আপন ভাই আদালতে ওই দলিল কার্যক্রম স্থগিত করার নির্দেশ চেয়ে আবেদন করেন। এ জন্য তিনি দলিল না করার জন্য মতামত ব্যক্ত করেন। সম্প্রতি জমির মালিক দাবি করা প্রবাল দাসের মৃত্যু হয়। এতে ক্ষুব্ধ হয়ে শাহ মো. রাকিব অশ্লীল ভাষায় তাঁকে গালমন্দ করেন।

সাবরেজিস্ট্রার আবদুর রহমান মুহাম্মদ তামীম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রাকিব কল করে আমাকে ২৪ ঘণ্টার মধ্যে রামগতি ছাড়ার জন্য বলেন। তা না হলে তিনি আমাকে মেরে বের করে দেবেন বলে হুমকি দিয়েছেন। এতে পরিবার নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি।’

তবে অভিযুক্ত যুবলীগ নেতা শাহ মো. রাকিব প্রথম আলোকে বলেন, আইনি জটিলতা দেখিয়ে তিনি (সাবরেজিস্ট্রার) দলিলটি করেননি। ইতিমধ্যে প্রবাল দাসের মৃত্যু হয়েছে। বিষয়টি তিনি তাঁকে জানানোর জন্য কল দিয়ে কথা বলেছেন। তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ সঠিক নয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সাবরেজিস্ট্রার থানায় সাধারণ ডায়েরি করার জন্য লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি জিডি হিসেবে নেওয়া হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।