ইসলামি সাহিত্যকে জঙ্গি বই আখ্যা দিয়ে নাটক মঞ্চায়নের দিন শেষ: শিবির সভাপতি

বাগেরহাটে কর্মী সমাবেশে বক্তব্য দিচ্ছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। শনিবার দুপুরে শহরের স্বাধীনতা উদ্যানেছবি: প্রথম আলো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘ফ্যাসিবাদী শক্তি, ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর সহযোগীরা এ দেশের ইসলামি আন্দোলনের চর্চাকারীদের ওপর জুলুম করেছে। পড়ার টেবিলের কোরআন-হাদিস, ইসলামি সাহিত্যকে জঙ্গি বই আখ্যা দিয়ে অসংখ্য নাটক মঞ্চায়িত হতে বিগত দিনে আমরা দেখেছি। আজকে সেই দিন শেষ, নতুন একটি অধ্যায় শুরু হয়েছে।’

আজ শনিবার দুপুরে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে শিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম এসব কথা বলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির আইনজীবী আবদুল ওয়াদুদ, সেক্রেটারি মাওলানা ইউনুস আলীসহ ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য দেন।

বিগত আওয়ামী লীগ সরকারকে নিয়ে শিবিরের সভাপতি বলেন, গত ৫ আগস্ট তারা বিতাড়িত হয়েছে। জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ কেন্দ্রীয় নেতাদের ফাঁসি ও কারাগারে হত্যা করা হয়েছে। বিগত সরকার অবর্ণনীয় জুলুম-নির্যাতন চালালেও ছাত্রশিবিরের কোনো নেতা-কর্মী এ দেশ থেকে পালিয়ে যাননি। যাঁরা দলের নেতা ও কর্মী বাহিনীকে অনিরাপদ রেখে পালাতে পারে, আর যাই হোক এই জাতি আর তাদের গ্রহণ করবে না।

মঞ্জুরুল ইসলাম আরও বলেন, বিগত দিনে দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ছিল না। ছাত্রলীগ ও তাদের সহযোগীরা শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্ত্রাস, মাদকের স্বর্গরাজ্যসহ অস্থিতিশীল এক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিল। ছাত্রশিবির চায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত হোক। সব রাজনৈতিক, সব ইসলামি দলের ছাত্রসংগঠন ক্যাম্পাসে অবস্থান নিশ্চিতের মধ্য দিয়ে ক্যাম্পাসে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হোক।

ছাত্রশিবির সবচেয়ে বেশি মজলুম ছাত্রসংগঠন উল্লেখ করে সংগঠনটির সভাপতি বলেন, বিগত দিনে ছাত্রশিবির যেভাবে জুলুম–নির্যাতন উপেক্ষা করে রাজপথে কঠিন পরীক্ষা দিয়েছে, জালিমদের মসনদকে তছনছ করেছে, আগামী দিনেও তা অব্যাহত থাকবে।