সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত
পরিবারে সচ্ছলতা ফেরাতে ধারদেনা করে আট মাস আগে দেশ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মো. নাঈম (২০) নামের এক তরুণ। সেখানে গিয়ে তিনি কাজ করে বাড়িতে টাকা পাঠানোও শুরু করেছিলেন। তাঁকে ঘিরে স্বপ্ন বুনছিল পরিবার। কিন্তু সুখ সইল না। সৌদি আরবে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নাঈম। এ খবরে অন্ধকার নেমে আসে তাঁর পরিবারে।
নাঈম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌর সদরের চালিয়াগোপ গ্রামের শহীদ মিয়ার ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন মেজ। স্বজনেরা জানিয়েছেন, গত রোববার সৌদি আরবে কাজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নাইম। তাঁর পরিবারকে এ সংবাদ জানানো হয় গতকাল সোমবার।
নাঈমের বাবা শহীদ মিয়া জানান, আট মাস আগে ধারদেনা করে ছোট ছেলে নাঈমকে সৌদি আরবে পাঠানো হয়। এর পর থেকে নিয়মিত সেখানে কাজ করে বাড়িতে টাকা পাঠাতে শুরু করেন নাঈম। এতে ধীরে ধীরে ধারদেনা পরিশোধ করা হচ্ছিল। এরই মধ্যে গত রোববার বিকেলে কাজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন নাঈম। দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
শহীদ মিয়া আরও বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। এমন হবে জানতে পারলে কখনোই বিদেশে পাঠাতাম না। ছেলের লাশ দ্রুত দেশে ফেরত আনতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাই।’