ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আড়াই শতাধিক রোগী। ‘মানবতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসা’ শীর্ষক এ চিকিৎসাশিবিরে ডায়াবেটিসসহ বিভিন্ন সাধারণ ও জটিল রোগে আক্রান্ত গ্রামের প্রান্তিক মানুষকে পরামর্শপত্র, ওষুধের পাশাপাশি পরবর্তী করণীয় নিয়ে নির্দেশনা দেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
আজ সোমবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার শেলবরিষা গ্রামের নাছরিন আমির সেবাকেন্দ্র ও শেলবরিষা সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে এ চিকিৎসা শিবিরের আয়োজন করে ফারাজ হোসেন ফাউন্ডেশন ও দেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ।
‘নৈতিকতায় শক্তি, সাহসিকতায় জয়’ প্রতিপাদ্য সকালে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মোফাখ্খারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার, স্থানীয় ভাঙ্গাবাড়ী ইউ পি চেয়ারম্যান জহুরুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভা সিরাজগঞ্জের সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন বিভাগের সহকারী রেজিস্ট্রার এ কে এম কামরুল হাসানের নেতৃত্বে ১১ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসা দল এ চিকিৎসাশিবিরে সেবা দিয়েছেন। এ সময় ফারাজ হোসেন ফাউন্ডেশনের প্রতিনিধি খালিদ জামিল, এসকেএফ বাংলাদেশ লিমিটেডের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক আবুল কালাম ও লক্ষণ চন্দ্র উপস্থিত ছিলেন।