চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরের ওয়াসা ভবনের এমডির কার্যালয়ে এ কর্মসূচি পালন করে ‘বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক সমাজ চট্টগ্রাম’ নামের একটি সংগঠন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ও সরেজমিন দেখা যায়, দুপুর পৌনে ১২টার দিকে জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে ওয়াসা ভবনে জড়ো হন বিক্ষোভকারীরা। ভবনের দ্বিতীয় তলায় এমডির কার্যালয়ে গিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় এ কে এম ফজলুল্লাহ কার্যালয়ের ভেতরেই ছিলেন। ১০ মিনিট পর কার্যালয়ে তালা ঝুলাতে গেলে বিএনপিপন্থী কর্মচারীরা এসে বাঁধা দেন। পরে বিক্ষোভকারীদের ভবনের নিচে নামিয়ে দেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করে। বেলা দুইটায় আজকের মতো আন্দোলন সমাপ্ত ঘোষণা করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভে অংশ নিয়েছেন ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী জাতীয় প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় সহসভাপতি এস এম নাজের হোসাইন। তিনি প্রথম আলোকে বলেন, এ কে এম ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে তাঁরা এই আন্দোলন করছেন। দীর্ঘ ১৫ বছরে বর্তমান এমডি নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। এ নিয়ে প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ফলে তিনি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
এমডি এ কে এম ফজলুল্লাহ পদত্যাগের বিষয়ে বিক্ষোভকারীদের বলেছেন, ওয়াসা বোর্ডের মাধ্যমে সরকার তাঁকে নিয়োগ দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার চাইলে তিনি পদত্যাগ করে চলে যাবেন।