জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনশনকারী এক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

তিন দাবিতে আমরণ অনশনে বসেছেন তিন শিক্ষার্থী। পাশে বসে আছেন সহপাঠীরা। আজ সোমবার রাত পৌনে নয়টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনেছবি: প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ফল পুনর্মূল্যায়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করা তিন শিক্ষার্থীর মধ্যে রাফা রওনক নামের একজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি দুজন মো. আসাদুজ্জামান ও মালিহা হাসান বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অনশন অব্যাহত রেখেছেন।

গতকাল রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ওই তিন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। এর মধ্যে রাফা রওনক নামের এক শিক্ষার্থী আজ সোমবার সন্ধ্যায় অসুস্থ হলে তাঁকে সাভারের বেসরকারি এনাম মেডিকেলে নেওয়া হয়। বর্তমানে তাঁকে হাসপাতালের একটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে ভালো বলে জানিয়েছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ।

আরও পড়ুন

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে আইন অনুষদের ৪৯তম ব্যাচ থেকে ৫১তম ব্যাচের ফলাফল পুনর্মূল্যায়ন, ভর্তি পরীক্ষায় আইন অনুষদের জন্য আগের মতো আলাদা ইউনিট করা এবং স্থায়ী ভবন বরাদ্দ করা।

আইন অনুষদের কয়েকজন শিক্ষার্থী বলেন, তাঁদের বিভাগের দুজন শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত ফলাফলে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ফলাফল পুনর্মূল্যায়নসহ কয়েকটি দাবিতে গত আগস্টে আন্দোলন হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। রোববার বিকেলে ওই তদন্ত প্রতিবেদন নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা শুরু হলে তাঁরা ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। এরপর সভা শেষে প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের বিষয়ে মৌখিক আশ্বাস দেওয়া হলেও লিখিত প্রতিশ্রুতির দাবিতে তিনজন শিক্ষার্থী আমরণ অনশনে যান।

অনশনরত শিক্ষার্থী মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা তিনজন অনশনে বসেছিলাম। আমাদের মধ্য থেকে একজন এখন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। প্রশাসন আমাদের কয়েকটি লিখিত রোডম্যাপ দেখিয়েছে, কিন্তু সিন্ডিকেটে সেগুলো এখনো অনুমোদিত হয়নি। সিন্ডিকেট সভা চলছে। সভা শেষে আমরা আমাদের সিদ্ধান্ত জানাব।’