ফরিদপুরে পরীক্ষার্থীদের মুক্তির দাবিতে এইচএইচসি পরীক্ষা বর্জনের ঘোষণা

এইচএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরাফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পরীক্ষার্থী ও অন্য শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে ফরিদপুরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিবৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

কলেজ চারটি হলো ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ ও ফরিদপুর সিটি কলেজ।

ওই বিবৃতিতে বলা হয়, ‘ফরিদপুরের ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে যত দিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত সব এইচএসসি পরীক্ষার্থী ও অন্যদের মুক্তি দেওয়া না হবে, তত দিন পর্যন্ত কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না।’

এইচএসসি পরীক্ষার্থীদের ওই বিবৃতি দেখতে পেয়েছেন বলে জানান ফরিদপুর ইয়াছিন কলেজের অধ্যক্ষ ফজলুল হক খান। তিনি প্রথম আলোকে বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের এ–জাতীয় একটি বিবৃতির কথা জানতে পেরেছেন। তবে আজ বৃহস্পতিবার এক ঘোষণায় সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ১১ আগস্ট থেকে নতুন রুটিনে পরীক্ষাটি শুরুর ঘোষণা দিয়েছে সরকার।

চলতি বছর ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ১ হাজার ৯১৫ জন, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে ১ হাজার ৪৩২, ইয়াছিন কলেজ থেকে ১ হাজার ৮৯১ জন ও ফরিদপুর সিটি কলেজ থেকে ৫৬৩ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।