রাজশাহীতে নিজ কার্যালয়ে বিএমডিএর প্রকৌশলী লাঞ্ছিত, কক্ষ ভাঙচুর
রাজশাহী নগরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক প্রকল্প পরিচালক (পিডি) নিজ কার্যালয়ে লাঞ্ছিত হয়েছেন। কাজ না পাওয়া কয়েকজন ঠিকাদার ও তাঁদের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা ওই প্রকল্প পরিচালকের কার্যালয়েও ভাঙচুর করেছেন। গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
ওই প্রকল্প পরিচালকের নাম শহিদুর রহমান। তিনি বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর (চলতি) দায়িত্বপ্রাপ্ত ও ‘ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ’ প্রকল্পের পরিচালক। নাম প্রকাশে অনিচ্ছুক বিএমডিএর কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, জামায়াত–শিবিরের লোকজন এ হামলা চালিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগরী জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক আশরাফুল আলম (ইমন) গতকাল রাতে প্রথম আলোকে বলেন, রাজশাহী মহানগর জামায়াতের প্রয়াত আমির আতাউর রহমানের ছেলে সাকিবসহ নগরের তেরখাদিয়া এলাকার লোকজন ওই কার্যালয়ে গিয়েছিলেন। তাঁরা ন্যায্যতার ভিত্তিতে ঠিকাদারদের কাজ দেওয়ার দাবি জানিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় শহিদুর রহমানের কার্যালয়ে যান ওই ঠিকাদার ও তাঁদের লোকজন। কাজ না পাওয়ায় এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তাঁরা। একপর্যায়ে তাঁরা পিডি শহিদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়া তাঁর দপ্তরও ভাঙচুর করা হয়।
এ বিষয়ে পিডি শহিদুর রহমান গতকাল রাত সাড়ে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ‘টেন্ডার করা হয়েছে, এখনো রেজাল্টই হয়নি। এরই মধ্যে কাজ পাবে না মনে করে কয়েকজন ছেলে-পেলে এসে হইচই করেছে। ঠিকাদারের লোকজন ওদের পাঠিয়ে দিয়েছে।’ তাঁরা কোন দলের লোক জানতে চাইলে তিনি বলেন, তিনি তাঁদের ব্যক্তিগতভাবে চেনেন না। অন্যদিকে অফিসকক্ষ ভাঙচুর ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ব্যাপারে জানতে চাইলে তিনি জবাবে জানান, ‘না ওটা তেমন কিছু না।’
বিষয়টি নিয়ে জানতে চাইলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (ইডি) শফিকুল ইসলাম বলেন, এটি হালকা ঘটনা হলেও দুঃখজনক। এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া যায়, এ ব্যাপারে আলোচনা করা হচ্ছে। এভাবে তো চলতে পারে না। তাঁরা সঠিকভাবেই কাজ করতে চান। ব্যাপারটি কৃষি মন্ত্রণালয়ের সচিবকে জানানো হবে।
এদিকে ঘটনাটির তদন্তে আজ সকালে ওই কর্মকর্তার কার্যালয়ে যায় পুলিশ। নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, তিনি ভুক্তভোগী প্রকল্প কর্মকর্তার কাছ থেকে ঘটনার বর্ণনা শুনেছেন। থানায় অভিযোগ করবেন কিনা জানতে চাইলে ওই কর্মকর্তা জানিয়েছেন, সংস্থাটির নির্বাহী পরিচালক ঢাকা থেকে ফিরলে—এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।