৫ আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালানো এক আসামি নান্দাইলে গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো আতাহার আলীকে ময়মনসিংহের নান্দাইল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়
ছবি: প্রথম আলো

তিনি ছিলেন কাশিমপুর কারাগারের হাজতি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওই কারাগার থেকে পালিয়ে নিজ গ্রামে যান। সেখানে স্বাভাবিক জীবন যাপন করছিলেন। এমনকি গ্রামের সালিসে মাতব্বরিও করে আসছিলেন এই আসামি। আতাহার আলী (৩২) নামের এই জেল পলাতক আসামিকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আতাহার আলী নান্দাইলের শেরপুর ইউনিয়নের লংগারপাড় গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, নরসিংদীর মনোহরদী থানায় চলতি বছরের ৭ মার্চ হওয়া গরু চুরির একটি মামলায় আতাহার আলী কারাগারে ছিলেন। প্রথমে নরসিংদী কারাগারে থাকলেও কিছুদিন পর তাঁকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যান আতাহার আলী। এ ঘটনায় কোনাবাড়ী থানায় ১৫ আগস্ট একটি মামলা হলে ওই মামলাতেও এজাহারভুক্ত আসামি হন তিনি। ৫ আগস্টের পর আতাহার আলী নান্দাইলের নিজ গ্রামে চলে যান। তিনি স্বাভাবিক জীবন যাপন করতে থাকেন এবং গ্রামের সালিসে মাতব্বরি করে আসছিলেন। পুলিশ বৃহস্পতিবার রাতে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তারে পর তথ্য যাচাই করে দেখতে পায়, আতাহার জেল পলাতক আসামি।

নান্দাইল মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ আহমেদ বলেন, কারাগার থেকে পালানো আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।