শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়ে ফরিদপুরে বিক্ষোভ

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগের বিক্ষোভ। সোমবার বিকেলে উপজেলার ডাকবাংলো এলাকায়ছবি: প্রথম আলো

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে আলফাডাঙ্গা উপজেলার ডাকবাংলো-সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাডাঙ্গা চৌরাস্তা এলাকায় আসে। সেখানে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়।

আরও পড়ুন

শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার আট দিনের মাথায় ফরিদপুর জেলার মধ্যে এই প্রথম কোনো কর্মসূচি পালন করল আওয়ামী লীগ। বিক্ষোভ সমাবেশে আলফাডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মী-সমর্থকেরা অংশ নেন। বেলা তিনটা থেকে তাঁরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সমবেত হতে থাকেন।

আরও পড়ুন

বিক্ষোভকারীরা এ সময় ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীম, সহসভাপতি তারা মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল রেজা, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

সারা দেশের আওয়ামী লীগ নেতাদের ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন। ‘যত দিন পর্যন্ত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারব, তত দিন আমরা ঘরে ফিরব না,’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীম সুজা উপস্থিত সবাইকে এ শপথবাক্য পাঠ করান।

আরও পড়ুন