ফরিদপুরে মহাসড়কের পাশে ওষুধের কার্টনের ভেতরে মিলল নবজাতকের লাশ

নবজাতকের লাশ
প্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পড়ে ছিল একটি ওষুধের কার্টন। সেই কার্টনের মধ্যেই মিলল এক নবজাতকের লাশ। খবর পেয়ে নগরকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে গেছে।

আজ রোববার সকাল আটটার দিকে মাশাউজান নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি ওষুধের কার্টনের মধ্যে নবজাতকের লাশ দেখতে পান পথচারীরা। পরে কার্টনটি ঘিরে উৎসুক মানুষের ভিড় জমতে থাকে।

পথচারী উপজেলার তালমা মোড় এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘রোববার সকাল আটটার দিকে মাশাউজান নামক স্থানে মহাসড়কের পাশে উৎসুক মানুষের ভিড় দেখতে পাই। আমি তখন সেখানে সড়কের পাশে একটি ওষুধের কার্টনের মধ্যে নবজাতকের লাশ দেখতে পাই। নবজাতকের লাশ উদ্ধার করার জন্য তখনই জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে জানিয়েছি। পরে দুপুর ১২টার দিকে নগরকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার উপপরিদর্শক তারেক বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আনুমানিক সাত মাস বয়সী অজ্ঞাতনামা এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা লাশটির ময়নাতদন্ত করার জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।