বিয়ে করতে এসেছিলেন দেশে, ট্রাকচাপায় গেল তরুণের প্রাণ

মো. তারেক আহমদ
ছবি: সংগৃহীত

সৌদি আরবপ্রবাসী তরুণ বিয়ে করতে প্রায় এক মাস আগে দেশে এসেছিলেন। বিয়ের জন্য সব আয়োজনও করছিলেন। এরই মধ্যে আজ রোববার দুপুর ১২টার দিকে সিলেট বিমানবন্দর সড়কের সামাউরাকান্দি এলাকায় ট্রাকের চাপায় মারা যান তিনি।

নিহত তরুণের নাম মো. তারেক আহমদ (২৫)। তিনি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামের মকবুল আলীর ছেলে। ১৭ ফেব্রুয়ারি তাঁর বিয়ের কথা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারেক আহমদ দেশে ফেরার পর থেকে তাঁর বড় ভাইয়ের সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। আজ সকালে তিনি অটোরিকশাটি নিয়ে বের হন। দুপুর ১২টার দিকে বাদাঘাট এলাকার সামাউরাকান্দি সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন তিনি। বাদাঘাট থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন ট্রাকটি ভাঙচুর করেন এবং ট্রাকচালককে আটক করেন। খবর পেয়ে জালালাবাদ থানা-পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে এবং ট্রাকচালককে থানায় নিয়ে যায়।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা মো. ওলিউর রহমান প্রথম আলোকে বলেন, তারেক আহমদ ভালো ফুটবল খেলতেন। নলকট গ্রামের মাঠে চলমান ফুটবল টুর্নামেন্টে গতকাল শনিবার বিকেলে কাজিরগাঁও গ্রামের হয়ে অংশ নিয়ে দলকে জিতিয়েছেন তিনি। সৌদি থেকে ছুটিতে দেশে আসেন তিনি। ১৭ ফেব্রুয়ারি তাঁর বিয়ের কথা ছিল। বিয়ের দুই মাস পর আবার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর, কিন্তু তা আর হলো না।

সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রাকচাপায় একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক আটক রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।