খাগড়াছড়িতে বাজার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৫

খাগড়াছড়ি জেলার মানচিত্র

খাগড়াছড়িতে সম্প্রতি ঘটে যাওয়া ভাঙচুর, সহিংসতা ও লুটপাটের ঘটনায় করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পাঁচজন হলেন লুৎফর রহমান (৪৫), মো. নূর মোহাম্মদ, মো. ইসমাইল হোসেন, শাহাজাহান ইমরান চৌধুরী (৩৪) ও মো. কামরুল (৩৫)। গতকাল রোববার রাতে এপিবিএন মুসলিমপাড়া, শালবাগান এলাকায় অভিযানে চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, কেএসটিসি হাসপাতাল ভাঙচুর ও লুটপাটে ঘটনায় রোববার রাতে কল্যাণী চাকমা নামের মালিকপক্ষের একজন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০-২০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন। ৫ জনকে এই মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ছাড়া আজ সোমবার দুপুরে ব্যবসায়ীদের পক্ষে সদক চাকমা বাদী হয়ে ৬৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১৫০-২০০ জনকে আসামি করে আরও একটি মামলা করেছেন। এ নিয়ে এ ঘটনায় ধর্ষণ, পিটিয়ে হত্যা, সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা হলো।  

১ অক্টোবর খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুলের শিক্ষক সোহেল রানাকে ধর্ষণের অভিযোগে পিটিয়ে হত্যার ঘটনায় খাগড়াছড়িতে হামলা ও ভাঙচুর হয়। এতে মহাজনপাড়া, পানখাইয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় ধাওয়া, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি দোকানের মালামাল লুটপাট ও টাকা চুরির ঘটনা ঘটে।