রাজবাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনাপ্রতীকী ছবি

রাজবাড়ী সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর চারজন। আজ শুক্রবার সকালে উপজেলার আলীপুর কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজন হলেন মো. শাকিব (২৪)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোহদিপুর আমলা গ্রামের মো. ইমরুলের ছেলে। পুলিশের ধারণা, নিহত শাকিব ট্রাকটির চালক অথবা চালকের সহকারী। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। তবে তাঁর বয়স ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকাল পৌনে আটটার দিকে রাজবাড়ী শহরের বড়পুল থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী একটি লোকাল বাস ছেড়ে যায়। বাসটি আলীপুর কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজবাড়ীগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি পরিবহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল নেওয়া হলে দুজন মারা যান।

সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, দুই দফায় ছয়জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ৪০ বছর বয়সী একজনকে মৃত অবস্থায় আনা হয়। সম্ভবত তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। অন্যদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে শাকিব নামের অপর একজন সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ বি এম নাজিম উদ্দিন (৪০) নামের একজনকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আবদুস সালাম (৩০) নামের একজন হাসপাতালে ভর্তি আছেন। আহত অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সালাহ উদ্দিন লস্কর বলেন, খবর পেয়ে সোয়া আটটার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে পড়া তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেন। এর আগে সেনাসদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আরও তিনজনকে হাসপাতালে পাঠান।

গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল শেখ বলেন, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও সেনাসদস্য, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। রাস্তার দুই পাশে ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি আছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।