বিয়ানীবাজারে চিনি লুট–কাণ্ডে সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা আশরাফুল আলম অরফে শাকেল
ছবি: সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজারের ট্রাকভর্তি চিনি ছিনতাইয়ের ঘটনায় আরও এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই নেতার নাম আশরাফুল আলম ওরফে শাকেল (২৯)। তিনি সদ্য বিলুপ্ত বিয়ানীবাজার পৌর ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন। এ নিয়ে চিনি লুটের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলো।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর। তিনি বলেন, গ্রেপ্তার আশরাফুল আলম বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা মহল্লার মৃত ছাইফুল আলমের ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি এজাহারভুক্ত আসামি নন। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর ছবি ও ভিডিও ছড়িয়েছিল। তাঁকে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল রোববার রিমান্ডের আবেদন জানানো হবে।

চিনি লুটকাণ্ডে ছাত্রলীগ নেতাদের নাম জড়ানোর পর গত ১৪ জুন বিকেলে বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

গত ৮ জুন সিলেট বিয়ানীবাজার চারখাই লালপুর এলাকায় ট্রাকচালককে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর ২৪ লাখ টাকার ৪০০ বস্তা চিনি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় চিনির মালিক ১১ জুন বিয়ানীবাজার থানায় মামলার করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়। মামলার পরপরই ৮০ বস্তা চিনিসহ একটি পিকআপ ভ্যান উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন

এদিকে চিনি লুটকাণ্ডে ছাত্রলীগ নেতাদের নাম জড়ানোর পর গত ১৪ জুন বিকেলে বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এরপরই ১৬ জুন বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদকে গ্রেপ্তার করেছিল পুলিশ।