জামালপুরে বিলের মাছ ধরা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা

মাছ ধরা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এলাকা পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের তালতলা এলাকায়ছবি: প্রথম আলো

জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি একটি বিলে মাছ ধরা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্টের পর থেকে উপজেলার মহাদান ইউনিয়নের তালতলা এলাকায় সরকারি একটি বিলের মাছ ধরা নিয়ে জেলা বিএনপির জলবায়ুবিষয়ক সম্পাদক ও মহাদান ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল আউয়াল এবং মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের (লিটন) মধ্যে বিরোধ চলে আসছে। আজ বৃহস্পতিবার দুপুরে আউয়ালের লোকজন ওই বিলে মাছ ধরতে যান। তাঁদের সঙ্গে ছিল দেশী অস্ত্র। এ সময় ইসমাইলের লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ধাওয়া দেন। এর পর থেকে থেমে থেমে দুই পক্ষের মধ্যে মহড়া চলছে। এর মধ্যে সাবেক ইউপি সদস্য মো.ওয়াদুদের বাড়িতে ভাঙচুর করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশের সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে কথা বলতে আবদুল আউয়াল ও ইসমাইল হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাঁরা ধরেননি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁন মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিলের মাছ ধরা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আউয়াল ও ইসমাইলের লোকজনের মধ্যে উত্তেজনা চলছে। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আশা করছেন, কোনো সংঘাত হবে না।