ইন্দোনেশিয়ান নারীকে বিয়ে করে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী যুবক
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় হেলিকপ্টারে করে ইন্দোনেশিয়ার নাগরিক স্ত্রীসহ বাড়ি ফিরেছেন রেজাউল করিম নামের এক প্রবাসী যুবক। আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে তাঁদের বহনকারী হেলিকপ্টারটি উপজেলার কর্ণসূতি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে এসে পৌঁছায়। এরপর হেলিকপ্টার থেকে ওই নবদম্পতি নামলে স্থানীয় লোকজন তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন।
পরিবার সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরপ্রবাসী যুবক রেজাউল করিম কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মুকুল প্রামাণিকের ছেলে। তিনি ১৫-১৬ বছর ধরে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। পরিচয়ের সূত্র ধরে গত বছরের ২১ নভেম্বর ইন্দোনেশিয়ান নারী জেরিন জানুর সঙ্গে তাঁর প্রেম হয়। জেরিন জানু ইন্দোনেশিয়ার একটি ব্যাংকে চাকরি করেন।
প্রবাসী রেজাউল করিম বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল আমার বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরব। সেই ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারে বাড়ি ফিরেছি। আমি দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি। এবার অনেক দিন পর বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়িতে আসায় এলাকার অনেক লোকজন আমাদের দেখতে এসেছেন এবং আমাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ জন্য আমি আনন্দবোধ করছি।’
রেজাউল করিমের চাচা বদিউজ্জামান ফেরদৌস বলেন, ‘বিদেশে রেজাউল করিমের বিয়ের অনুষ্ঠান হলেও আমরা আমাদের দেশীয় সংস্কৃতি মেনে আবারও আগামীকাল রোববার তাঁদের বিয়ের আয়োজন করছি। এ জন্য আত্মীয়স্বজন ও গ্রামবাসীকে দাওয়াত দেওয়া হয়েছে। বাড়িঘর সাজানো হয়েছে। এই বাড়িতে বর্তমানে বলতে গেলে বিয়ের উৎসব চলছে।’