নড়াইলের বড়দিয়ায় সাহিত্য–সাংস্কৃতিক সম্মেলনে লেখক, কবি ও শিল্পীদের মিলনমেলা

নড়াইলে দিনব্যাপী সাহিত্য-সাংস্কৃতিক সম্মেলনে সংগীত পরিবেশন করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরের দিকে বড়দিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণেছবি: প্রথম আলো

নড়াইলের লোহাগড়া উপজেলায় দিনব্যাপী লেখক-কবি-শিল্পীদের সাহিত্য-সাংস্কৃতিক সম্মেলন হয়েছে। ‘জীবনের জন্য সাহিত্য’ শিরোনামে বৃহস্পতিবার উপজেলার বড়দিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন হয়। বড়দিয়া সাহিত্য পরিষদের ব্যতিক্রমী এ আয়োজনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে লেখক, কবি ও শিল্পীরা অংশ নেন।

সকালে সম্মিলিত স্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে বড়দিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল সংগীত পরিবেশন করেন। দুপুরে অতিথিদের মঞ্চে ডেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাঁদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এরপর সারা দিন সাহিত্য ও সাংস্কৃতিক আসর চলে। নড়াইলের চারণকবি বিজয় সরকার, জারিসম্রাট মোসলেম উদ্দিন, স্বভাব কবি বিপিন সরকার, লোককবি প্রফুল্ল গুসাই, কবি মাওলান খান ও মোজাহার মুন্সির জীবনের ওপর আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

প্রধান অতিথির বক্তব্যে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল বলেন, ‘এটি একটি ব্যতিক্রমী আয়োজন। আপনারা সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের উর্বর ভূমির মানুষ, সেটির প্রমাণ আমি আজকে এখানে দেখে গেলাম। আমার মনে আলাদা করে নাড়া দিয়েছে যে এ রকম একটি প্রান্তিক পর্যায়ের মানুষ সাহিত্য ও সংস্কৃতি নিয়ে এমনভাবে ভাবতে পারেন এবং চর্চা করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন বড়দিয়া সাহিত্য পরিষদের সমন্বয়ক ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ। তিনি বলেন, ‘আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের শিল্প-সাহিত্য, নিজেদের এলাকার শিল্প-সাহিত্য ও বাঙালির যে সংস্কৃতি, সেটা মানুষের মধ্যে তুলে ধরা। আমরা আমাদের চর্চা অব্যাহত রেখেছি। আগামীতে আমরা মুক্তিযুদ্ধের ওপর ব্যাপক পরিসরে কাজ করব।’

বড়দিয়া সাহিত্য পরিষদের সদস্য বিধান চন্দ্র দাসের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আলী, চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আকরাম শাহীদ, অধ্যাপক সুরঞ্জন রায়, অলিয়ার রহমান, স্বপন গুহ প্রমুখ।