বরগুনায় কিশোরীকে ধর্ষণের মামলায় পলাতক যুবক কেরানীগঞ্জে গ্রেপ্তার
বরগুনায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আসামিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সজীব (৩৫)। তিনি বরগুনা সদর উপজেলার কালির তবক এলাকার মনু ফিটারের ছেলে। গত ২০ ফেব্রুয়ারি বরগুনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার এজাহারনামীয় আসামি তিনি। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এবং সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার বলেন, ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বরগুনা সদরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে বাগানবাড়িতে নিয়ে ধর্ষণ করেন আসামি সজীব। এ ঘটনায় কিশোরীর মামা বাদী হয়ে থানায় ধর্ষণের একটি মামলা করেন। মামলার বিষয়টি জানতে পেরে সজীব আত্মগোপনে চলে যান। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সজীবকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১০-এর অধিনায়ককে একটি পত্র পাঠান। সেই পত্রের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চুনকুটিয়া এলাকা থেকে সজীবকে গ্রেপ্তার করে র্যাব-১০। গ্রেপ্তার সজীবকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।