রেয়াজউদ্দিন বাজারের দুটি দোকানে আগুন
চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজারে দুটি জুতার দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাজারের আমতল এলাকায় এ ঘটনা ঘটে। আগুন লাগার পর ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের উপস্থিতিতে জমজমাট থাকা বাজারটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, দিবাগত রাত পৌনে একটায় রেয়াজউদ্দিন বাজারে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। এরপর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত।
আগুনে দুটি জুতার দোকান পুড়ে যায়। এ ঘটনায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে দুই লক্ষাধিক টাকার মালামাল ফায়ার সার্ভিস উদ্ধার করেছে বলে জানানো হয়। আগুন লাগার পর ব্যবসায়ীরা নিজেদের পণ্য বাঁচাতে তৎপর হয়ে পড়েন। আতঙ্ক ছড়িয়ে পড়ে আমতল ও আশপাশের দোকানিদের মধ্যে।