বিজেপি সীমান্ত অবরোধ করলে আমরাও করব: এবি পার্টির আসাদুজ্জামান

সিলেট জেলা ও মহানগর এবি পার্টির উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আসাদুজ্জামান ফুয়াদ। বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্টে
ছবি: প্রথম আলো

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘আমাদের শত্রুদের হুঁশিয়ার করছি। সীমান্তের ওই পারে থাকেন, এই পারে থাকেন... বিজেপিকে বলছি, যাঁরা সীমান্ত অবরোধ করবেন, ২০ কোটি মানুষ ঘুমিয়ে নেই। সাইফুলের জানাজা দেখেন গতকালকের। আপনারা সীমান্ত অবরোধ করবেন, আমরাও করব। যুদ্ধের বদলে যুদ্ধ হবে। রক্তের বদলে রক্তের ফয়সালা হবে। লাল-সবুজের পতাকার সঙ্গে কোনো গাদ্দারি, বেইমানি আমরা মেনে নেই নাই। শেখ বংশের জমিদারের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছি, এই লড়াই চলছে চলবে।’

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর এবি পার্টির উদ্যোগে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান ফুয়াদ এ কথা বলেন। তিনি বলেন, ‘দিল্লি, ইসকন ও আওয়ামী লীগকে বলছি, যাঁরা চট করে বাংলাদেশে ফিরে আসার চক্রান্ত করছেন, ঘুমের ভেতর স্বপ্ন দেখেন। দিনের আলোতে দেখবেন না। বাংলাদেশের ২০ কোটি মানুষের রক্ত থাকতে, আবু সাঈদ-মুগ্ধরা আবার নতুন করে সাইফুল হয়ে ফিরে আসবে। সিলেটের শহীদদের মতো করে আবার শত্রুর বিরুদ্ধে লড়াই করবে।’

আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, ‘বিগত ১৫ বছর ধরে একটি আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাস জনগণের বুকের ওপর জগদ্দল পাথরের মতো জেঁকে বসেছিল। জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। জনগণের অধিকার হরণ করে দাসে পরিণত করার চেষ্টা করেছে। যা এই দেশের ছাত্র-জনতা মেনে নেয়নি। স্নাইপারের গুলির সামনে বুক পেতে দিয়ে ছাত্র-জনতা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। হাজার মানুষকে হত্যার পর আজও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নাই। এখন নতুন করে অনেকের মুখে আমরা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিতে দেখছি। আমরা দেখছি আওয়ামী দুর্বৃত্তদের মতোই এখন নতুন করে হাট, ঘাট ও মাঠ দখলের মহড়া চলছে। এভাবে এই দেশ চলতে পারে না।’

জনসভায় এবি পার্টি সিলেট মহানগরের আহ্বায়ক মো. উমর ফারুক সভাপতিত্ব করেন। জেলা সদস্যসচিব হোসাইনুর রহমান ও মহানগরের সদস্যসচিব রেজাউল করিমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. আলতাফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব গাজী নাসির ও সিলেট জেলা আহ্বায়ক নাজমুল ইসলাম, যুব পার্টির সমন্বয়ক এম তানজিল হাসান, ছাত্রপক্ষের রিজওয়ানুল বারী প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে মো. আলতাফ হোসাইন বলেন, ‘সিলেটবাসী বাংলাদেশের প্রতিটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণ-অভ্যুত্থানের পর আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজ পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই।’