গৌরীপুরে ছাত্রদল নেতা হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার

হাতকড়াপ্রতীকী ছবি

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরী (২৮) হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার মধ্যরাতে র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৭ নভেম্বর বিকেলে উপজেলার ডৌহাখলা উচ্চবিদ্যালয় মাঠে গাড়ি রাখাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে দুর্বৃত্তরা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগের ওপর হামলায় তাঁকে গুরুতর আহত করে। পরে ৫ ডিসেম্বর ময়মনসিংহ নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সোহাগ উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বাসাটি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় তাঁর বড় ভাই মাজহারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়।

এ ঘটনায় স্থানীয় বিএনপির পক্ষ থেকে আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে কর্মসূচি চলছিল। আসামি গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র‌্যাবও কাজ শুরু করে। র‌্যাব-১৪ ও র‌্যাব-৩–এর যৌথ অভিযানে শরীয়তপুরের নড়িয়া থানা এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মেহেদী হাসান (২৪), তাঁর ভাই এহসানুল হক (২২), মো. মামুনকে (২২) গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৪ ও র‌্যাব-৭–এর যৌথ অভিযানে চট্টগ্রামের পাঁচলাইশ থেকে মো. রাকিবুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪ ময়মনসিংহের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বলেন, হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের দুটি পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতে সোপর্দ করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।