হেলমেট পরে ঘরে ঢুকে শিশুকে হত্যা

লাশপ্রতীকী ছবি

ফেনীর পরশুরামে ঘরে ঢুকে হাত-পা ও মুখ টেপ দিয়ে মুড়িয়ে শ্বাসরোধে উম্মে সালমা (৮) নামের এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় পাশের একটি বাসায় পালিয়ে প্রাণে রক্ষা পায় শিশুটির বড় বোন ফাতেমা আক্তার (১২)।

আজ মঙ্গলবার দুপুরে পরশুরাম পৌর এলাকার পশ্চিম বাঁশপদুয়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত উম্মে সালমা পৌর এলাকার কলাবাগান এলাকার বাসিন্দা নুরুন নবীর মেয়ে।

নিহতের স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, নুরুন নবী তাঁর দুই মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসাটিতে থাকেন। আজ সকাল থেকে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ফেনীতে অবস্থান করছিলেন নুরুন নবী, বাসায় তাঁর দুই মেয়ে ছিল। দুপুরে বাসাটিতে গিয়ে পল্লী বিদ্যুতের লোক পরিচয়ে হেলমেট পরা দুই যুবক দরজা খুলতে বলেন।

বাসায় অবস্থানরত শিশুরা দরজা খুলতেই রামিয়াকে ধরে তার হাত-পা ও মুখ টেপ দিয়ে মুড়িয়ে ফেলেন ওই যুবকেরা। এতে শ্বাসরুদ্ধ হয়ে রামিয়ার মৃত্যু হয়। রামিয়াকে টেপ মোড়ানোর সময় প্রাণ বাঁচাতে পালিয়ে পাশের একটি বাসায় আশ্রয় নেয় ফাতেমা।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন খান ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।