ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে রাস্তা অবরোধ করেন। আজ শনিবার দুপুর পৌনে ১২টায়ছবি: প্রথম আলো

সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা দেড়টা থেকে পৌনে তিনটা পর্যন্ত বৃষ্টিতে ভিজে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। এসব কর্মসূচির কারণে মহাসড়কটির উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে আজ বেলা ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কাজী নজরুল সরণি সড়ক অবরোধ করে আন্দোলন করেন কয়েক হাজার শিক্ষার্থী। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হয়।

আরও পড়ুন

এ কর্মসূচিতে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখা গেছে। এ ছাড়া অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ; বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। এ সময় জাতীয় পতাকাসহ স্লোগানের ব্যানার তাঁদের হাতে দেখা যায়।

আরও পড়ুন

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার গোলাম সবুর বলেন, আজ শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেন, পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ধৈর্যসহকারে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।