নিখোঁজের পরদিন চিত্রা নদীতে ভেসে উঠল স্কুলছাত্রের লাশ
নড়াইল সদর উপজেলার বরাশুলা এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল স্কুলছাত্র রাজ ইসলাম (১১)। নিখোঁজের ২৪ ঘণ্টা পর আজ বুধবার সন্ধ্যায় তাঁর লাশ ঘটনাস্থলের ১০০ ফুট দূরে নদীর পানির ওপর ভেসে ওঠে। পরে তার লাশ উদ্ধার করা হয়।
রাজ ইসলাম উপজেলার বরাশুলা গ্রামের কুয়েতপ্রবাসী সাইফুর রহমানের ছেলে। সে বরাশুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বিকেলে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে রাজ। খেলা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজ ও তার দুই বন্ধু মিলে পাশের চিত্রা নদীতে গোসল করতে নামে। তখন নদীতে তীব্র স্রোত ছিল। গোসলের এক পর্যায়ে স্রোতের তোড়ে রাজকে ভাসিয়ে নিয়ে যায়। তখন রাজের সঙ্গে থাকা দুই বন্ধু ও আশপাশের লোকজন নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। পরে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী কমলাপুর গ্রামের মধুসূদন দে প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় তিনি নড়াইল শহর থেকে বরাশুলা হয়ে বাড়িতে ফিরছিলেন। তখন তিন শিশুকে নদীতে গোসল করতে দেখেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় তাদের বাড়িতে চলে যেতে বলেন। রেলসেতু পার হতে না–হতেই দেখেন, তীব্র স্রোত তিন শিশুর একজনকে সেতুর পিলারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। পরে তিনিসহ কয়েকজন এগিয়ে এসে শিশুটিকে খোঁজাখুঁজি করেন; কিন্তু কোথাও পাননি।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মাসুদ রানা প্রথম আলোকে বলেন, খুলনা থেকে ডুবুরি দল এসে গতকাল রাত ১২টা থেকে নদীতে নেমে উদ্ধার অভিযান চালায়। কিন্তু রাতে তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়। কিন্তু লাশের সন্ধান না পাওয়ায় বেলা সাড়ে তিনটায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এরপর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঘটনাস্থল থেকে ১০০ ফুট দূরে রাজের লাশ ভেসে ওঠে। এরপর সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়।