নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে আগুন, নেভাতে এসে পুড়ল ফায়ার সার্ভিসের গাড়ি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত সেখানে আগুন জ্বলতে দেখা গেছে।
প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মাহমুদুল হক জানান, প্রথমে হামলাকারীরা পাসপোর্ট অফিসের দিকে ইটপাটকেল ছোড়ে। এরপর ভাঙচুর করে বিভিন্ন কক্ষে আগুন ধরিয়ে দেয় এবং লুটপাট করে।
গতকাল রাতেই পাসপোর্ট অফিসের পাশে জেলার পিবিআই অফিসে ভাঙচুর করা হয়। এ সময় সেখানে বাস, প্রাইভেট কার, পিকআপ, মোটরসাইকেলসহ ১২টি যানবাহনে আগুন দেওয়া হয়। আগুন নেভাতে এলে ফায়ার সার্ভিসের একটি গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়।
এ ছাড়া শহরের নারায়ণগঞ্জ ক্লাব ও জেলা আওয়ামী লীগের কার্যালয়েও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দীন বলেন, রাত ১০ দিকে খবর পেয়ে তাঁরা পাসপোর্ট অফিসে আগুন নেভাতে যান। তখন দুর্বৃত্তরাও তাঁদের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।