বগুড়ায় ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর ছয়জন। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের পাশে একটি ফিলিং স্টেশনে সামনে বগুড়া-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বাসের যাত্রী মাহবুবর রহমান তালুকদার (৩৮) ও বাসটির চালকের সহকারী বাবু মিয়া (৩৪)। নিহত বাবু নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের আসাদুর রহমানের ছেলে। নিহত মাহবুবর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন এলাকার ডালপট্টির বাসিন্দা। তিনি রংপুর থেকে বাসে করে রাজশাহী যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নন্দীগ্রাম ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে এক পাশে নাটোরমুখী একটি খালি ট্রাক দাঁড় করানো ছিল। রংপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী জেকে সিয়াম পরিবহনের একটি গাড়ি ফিলিং স্টেশন অতিক্রম করছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল গাড়ির সামনে চলে এলে নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। মুহূর্তের মধ্যে ট্রাকটির পেছনে বাসের সজোরে ধাক্কা লাগে। এতে বাসটির এক পাশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক গাড়িচালকের সহকারীকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে কুন্দারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চালক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।