বরিশালে মাহিন্দ্রা উল্টে উপসচিব নিহত

উপসচিব মো. ফরহাদ হোসেনছবি: সংগৃহীত

বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় উপসচিব মো. ফরহাদ হোসেন (৫৩) নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে মুলাদী উপজেলার পেয়াদারহাট-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) উপসচিব হিসেবে দায়িত্বে ছিলেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মো. ফরহাদ হোসেনের গ্রামের বাড়ি মুলাদী সদর ইউনিয়নের চর লক্ষ্মীপুর এলাকায়। তিনি ওই এলাকার মাওলানা আবদুল কাদেরের ছেলে। তিনি শুক্রবার বিকেলে মীরগঞ্জ ফেরিঘাট থেকে একটি মাহিন্দ্রা (তিন চাকার যান) যাত্রী হয়ে মুলাদী সদরের উদ্দেশে যাচ্ছিলেন।

আহত যাত্রীদের বরাত দিয়ে ওসি বলেন, মাহিন্দ্রাটি পেয়াদারহাট পার হয়ে হাওলাদার সেতুর কাছাকাছি পৌঁছালে একটি কুকুর হঠাৎ সেটির সামনে পড়ে। এই সময় চালক হঠাৎ ব্রেক করলে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। চালকের যে পাশে উপসচিব বসা ছিলেন, সেদিকেই যানটি উল্টে যায়। এতে উপসচিব মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইদুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই ফরহাদ হোসেনের মৃত্যু হয়।

স্থানীয় ব্যক্তিরা জানান, শুক্রবার রাতে স্থানীয় চর লক্ষ্মীপুর নন্দীর বাজারে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এই মাহফিলে উপসচিব ফরহাদ হোসেনের প্রধান অতিথি হিসেবে যোগদানের কথা ছিল। এতে অংশ নিতে তিনি ঢাকা থেকে চর লক্ষ্মীপুরে আসছিলেন।

বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ফরহাদ হোসেনের মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।