মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে রাজমিস্ত্রির মৃত্যু

লাশপ্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে লিটন খান (৩৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার রাঢীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

লিটন রাঢীকান্দি গ্রামের বাসিন্দা ও পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

পরিবার, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশের একটি বিলে মাছ ধরতে যান লিটন। মাছ ধরার সময় আচমকা একটি সাপ তাঁর পায়ে কামড় বসায়। লিটনের চিৎকার শুনে আশপাশের লোকজন ও স্বজনেরা সেখানে ছুটে যান। পরে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান তাঁরা। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে আটটার দিকে লিটনের মৃত্যু হয়। ওই দিনই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুহিবুল্লাহ সৌরভ বলেন, ঝাড়ফুঁক দিতে গিয়ে অনেক দেরি হয়েছিল। পরে ওই রোগীকে (লিটন) মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। আনার পর তাঁর শরীরে অ্যান্টিভেনম ইনজেকশন পুশ করা হয়। এর কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি বলে জানিয়েছেন মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন।