বিতর্কিত কর্মকাণ্ডের পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
বিতর্কিত কর্মকাণ্ডের পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল।
গতকাল রোববার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার জন্য নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের ১ থেকে ৭ জুলাই তারিখের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য বলা হয়।
এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তাঁরা সাড়া দেননি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতা প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে কেন্দ্রীয় কমিটি বিব্রত হয়ে এই কমিটি বিলুপ্তির ঘোষণা দিয়েছে।
বিলুপ্ত কমিটির ১১ নেতার মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ আটজনেরই ছাত্রত্ব নেই। তিনজন লেখাপড়া শেষে চাকরিতে যোগ দিয়েছেন। এই কমিটির বিরুদ্ধে ছিল নানা অভিযোগ।