পঞ্চগড়ে পুকুরে ভাসছিল নারীর লাশ, উদ্ধার করল পুলিশ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি পুকুরে ভাসমান অবস্থায় মর্জিনা বেগম (৬২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান এলাকার একটি পুকুর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ।
মর্জিনা বেগম তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের পুরাতন বাজার-জিয়ানগর এলাকার প্রয়াত শামসুল হকের স্ত্রী। তিনি মানসিক রোগী ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে শালবাহান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেশ কয়েক বছর ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন মর্জিনা বেগম। গতকাল সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এর পর থেকে তাঁকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে সন্ধ্যার দিকে শালবাহান এলাকায় একটি পুকুরে একজন নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে মর্জিনা বেগমের স্বজনেরা সেখানে গিয়ে লাশটি শনাক্ত করেন। তিনি কোনো স্বজনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন বলে ধারণা করছেন স্বজনেরা। গ্রামীণ কাঁচা সড়কের ধারের ওই পুকুরে তিনি হাঁটার সময় পা পিছলে পড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগেও তিনি একাধিকবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির প্রথম আলোকে বলেন, রাতে ওই নারীর লাশ উদ্ধারের সময় পরিবারের লোকজন লাশটি মর্জিনা বেগমের বলে শনাক্ত করেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে খোঁজ নিয়ে জানা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।