বাসের ধাক্কায় পথচারী আহত, ছবি তোলায় শিক্ষককে পেটালেন শ্রমিকেরা
যশোরের চৌগাছায় এক বৃদ্ধকে ধাক্কা দেওয়া বাসের ছবি তুলতে গিয়ে আবদুল মাজিদ নামের এক কলেজশিক্ষক শ্রমিকদের বেদম মারধরের শিকার হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে চৌগাছা উপজেলা শহরের যশোর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহত আবদুল মাজিদ যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি চৌগাছা উপজেলার এবিসিডি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক।
আহত ব্যক্তি, পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে চৌগাছা বাসস্ট্যান্ডে একটি বাসের ধাক্কায় একজন বৃদ্ধ ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন। এ সময় শিক্ষক আবদুল মাজিদ ওই ব্যক্তির জখম হওয়া পা ও বাসের ছবি তোলেন। কিছুক্ষণ পর বাসের শ্রমিক মো. সোহাগের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লাঠিসোঁটা নিয়ে অতর্কিত ওই শিক্ষকের ওপর হামলা করেন। উপস্থিত লোকজনের সামেই তাঁকে বেদম মারপিট করা হয়। এতেই ক্ষান্ত হননি ওই শ্রমিকেরা। তাঁরা ওই শিক্ষককে ভ্যানে করে বাসমালিক সমিতির অফিসে নিয়ে আটকে রেখে আবার মারপিট করেন। এ সময় আলমগীর নামের সমিতির এক কর্মী এগিয়ে এলে হামলাকারীরা চলে যান।
শিক্ষককে মারপিটের ঘটনা জানার পরে অভিযুক্ত দুই শ্রমিক মো. সোহাগ ও আবদুল কাদেরকে বহিষ্কার করা হয়েছে। আগামীকাল এ বিষয়ে সমিতির কার্যালয়ে জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
স্থানীয় লোকজন আবদুল মাজিদকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
হাসপাতালে চিকিৎসাধীন আবদুল মাজিদ বলেন, আজ সকালে ব্যক্তিগত কাজে চৌগাছা শহরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে লোকজনের জটলা দেখে এগিয়ে যান। দেখেন, বাসের ধাক্কায় আহত এক পথচারী বৃদ্ধকে ঘিরে সবাই। তাঁকে উদ্ধার করে তাঁর জখম হওয়া পা ও বাসের নম্বর প্লেটের ছবি তুললে শ্রমিকেরা জড়ো হয়ে লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। একপর্যায়ে বাসমালিক সমিতির অফিসকক্ষে নিয়ে আটকে রেখে নির্যাতন করেন তাঁরা। এ সময় স্যানিটারি সরঞ্জাম কেনার জন্য বাড়ি থেকে নিয়ে যাওয়া তাঁর এক লাখ টাকা পকেট থেকে ছিনিয়ে নেন হামলাকারীরা।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক সাংবাদিকদের বলেন, আবদুল মাজিদের হাত ও পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘শিক্ষককে মারপিটের বিষয়টি শুনেছি। বাসমালিক সমিতির সভাপতির সঙ্গে কথা বলেছি। পুলিশ পাঠিয়ে এ বিষয়ে অভিযোগ গ্রহণের চেষ্টা করা হচ্ছে। এরপর অভিযুক্ত শ্রমিকদের গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, শিক্ষককে মারপিটের ঘটনা জানার পরে অভিযুক্ত দুই শ্রমিক মো. সোহাগ ও আবদুল কাদেরকে বহিষ্কার করা হয়েছে। আগামীকাল এ বিষয়ে সমিতির কার্যালয়ে জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।