সদ্য ঘোষিত কমিটির ৫ নেতার নাম প্রত্যাহারের প্রতিবাদে ৯ স্থানে সড়ক অবরোধ

জেলা বিএনপির কমিটি থেকে নাম প্রত্যাহারের প্রতিবাদে নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। বুধবার সন্ধ্যায় বড়াইগ্রামের বনপাড়া বাইপাসেছবি: সংগৃহীত

নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নাম ঘোষণার পর প্রত্যাহারের ঘটনায় জেলার নয়টি স্থানে আলাদা বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যার পর বিএনপির বিক্ষুব্ধ অংশের নেতা-কর্মীরা সদর উপজেলার দিঘাপতিয়া, দত্তপাড়া, কাফুরিয়া এবং বড়াইগ্রাম উপজেলার বনপাড়াসহ নয়টি স্থানে এই বিক্ষোভ করেন।

২৪ মার্চ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৬ সদস্যবিশিষ্ট নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি অনুমোদনের ৩০ ঘণ্টা পর রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যপদ থেকে এ হাই তালুকদার, রাসেল আহম্মেদ, ফয়সাল আহম্মেদ, শামসুল ইসলাম ও সানোয়ার হোসেনের নাম প্রত্যাহার করার কথা জানানো হয়। প্রত্যাহার করা নামের জায়গায় আইনুন নাহার, আবদুল কাদের মিয়া, শাজাহান আলী (আলাইপুর), আশরাফ আলী ও নাসীম খান এবং একজন অতিরিক্ত সদস্য শহিদুল ইসলামকে (ভিপি লিটন) অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় সদ্য ঘোষিত জেলা বিএনপির এই সংশোধিত আহ্বায়ক কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর বাদ পড়া নেতাদের অনুসারীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন।
বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বলছেন, ১৭ বছরের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাদের আহ্বায়ক কমিটিতে নাম দিয়ে তা প্রত্যাহার করা নেতাদের জন্য অপমানজনক এবং মানহানিকর। প্রত্যাহার করা নেতাদের আবার পদ দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে জেলা বিএনপির আহ্বায়কসহ কমিটির নেতারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।