মজুরির দাবিতে চা–বাগান ছেড়ে শহরে আন্দোলনে নেমেছেন এনটিসির চা–শ্রমিকেরা

মৌলভীবাজার বিভাগীয় শ্রম দপ্তরের অফিসের সামনে অবস্থান নেন চা–শ্রমিকেরাছবি: প্রথম আলো

বকেয়া মজুরির দাবিতে টানা ১৫ দিন ধরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন রাষ্ট্রীয় মালিকানাধীন চা–বাগান ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) শ্রমিকেরা।শ্রমিকেরা চা–বাগানগুলোয় এত দিন ধরে সভা সমাবেশ, বিক্ষোভ করে এলেও এবার বাগান ছেড়ে শহরে আন্দোলনে নেমেছেন।

আজ রোববার দুপুরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ১৫তম দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা–শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ চা–শ্রমিক ইউনিয়নের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ করেন শ্রমিকেরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভাগীয় শ্রম দপ্তরের অফিসের সামনে যাওয়ার পর সেখানেই তাঁরা অবস্থান নেন। পরে বিকেল চারটার দিকে সেখান থেকে সরে যান।

বাংলাদেশ চা–শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, বেতন না পেয়েও দীর্ঘদিন শ্রমিকেরা কাজ করেছেন। শ্রমিকেরা বেতন, রেশন না পেয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন। শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলামের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। চার দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে শ্রমিকেরা মজুরি না পেলে কঠোর আন্দোলনে যাবেন।